তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে দেওয়া তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।
প্রধান বিচারপতি আমীর ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরান খানের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে এই বহুল প্রত্যাশিত আদেশ ঘোষণা করেন। রায়ের কপি দ্রুতই পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ফারুক।
এ বিষয়ে ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জতা এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, প্রধান বিচারপতি আমাদের অনুরোধ রেখেছেন। এ বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে বলে তিনি ওই পোস্টে জানান।
গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। ওই রায় ঘোষণার পরপরই লাহোরের জামান পার্কের বাসা থেকে ইমরান খানতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়।
জেলা ও দায়রা আদালত কারাদণ্ড দেওয়ার পরই এর বিরুদ্ধে আবেদন করেন ইমরান খানের আইনজীবী। গতকাল সোমবার এ ব্যাপারে ইসলামাবাদ হাইকোর্টে শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুক এবং বিচারক তারিক মাহমুদকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ গতকাল ঘোষণা দেন, তারা ইমরানের কারাদণ্ডের রায়ের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছেন এবং মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় এ ব্যাপারে রায় দেবেন।
বাঁধন/সিইচা/সাএ