পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়কের পাশে ছেলে সন্তান জন্ম দিয়েছেন অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারী। অভিভাবকহীন শিশুটির ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝড়া ছোট মনি নিবাসে।
এর আগে রোববার (২৭ আগস্ট) পৌরশহরের ভুবনেশ্বর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে শিশুটির জন্ম হয়। পরে স্থানীয়রা মা ও নবজাতককে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার (২৮ আগস্ট) অভিভাবকহীন শিশুটির প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয় ছোটমনি নিবাসকে।
খোঁজ নিয়ে জানা যায়, অনেক দিন ধরেই মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ভাণ্ডারিয়ার পৌর শহরে ঘুরাঘুরি করতে দেখা যায়। ঘটনার দিন পথচারী কয়েকজন নারী ও টেম্পুর টোল আদায়কারী সোহাগ জোমাদ্দা দেখতে পেয়ে নবজাতক এবং ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ইউএনও ইয়াসিন আরাফাত রানা জানান, অভিভাবকহীন শিশুটির মা যেহেতু মানসীকভাবে ভারসাম্যহীন তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ