Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ম্যাটস্ শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

Link Copied!

অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ চার দফা দাবীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট পালন করেন জয়পুরহাট জেলার সাধারণ ম্যার্টস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা। বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের প্রঙ্গণে কর্মবিরতি ও ধর্মঘট পালন করেন তারা।
ম্যাটস্ শিক্ষার্থীরা জানান, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করতে হবে। তারা আরো জানান, দীর্ঘদিন তারা সরকারের কাছে দাবি জানিয়ে এলেও দাবি পূরণ হয়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।  
এ সময় বক্তব্য দেন জেলার ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোর্শেদ, তৌহিদ, রাসেল মাহমুদ, দীপঙ্কর সাহা, ইন্টার্ন চিকিৎসক সুমি আক্তার, সাগর ইসলাম, শিক্ষার্থী জান্নাতুল কানুন মিমি ও শামীম হোসেন প্রমুখ।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।