Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী 

Link Copied!

সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। প্রার্থীরা টাকা খরচ করে, বেঁচা-কেনাও বাড়ে। তবে জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় দেশের মানুষের ক্ষতি হবে। এবং দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে। 
বুধবার (৩০ আগস্ট)  সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে ৪২৫ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। 
নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চাউলের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পিয়াজ আমদানি করছে সুতারাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিক ভাবে গত ৬ মাস থেকে বর্তমানে দেশের বাজার গুলো থেকে নিত্যপণ্যের দাম কিছু টা কমেছে।  তবে হ্যা আরোও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।
পোনামাছ অবমুক্তকরণে এসময় উপস্থিত ছিলেন অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক সিমা রানী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ। 



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।