Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু, বিয়ের আনন্দ রুপ নিল বিষাদে

Link Copied!

বিয়ে বাড়ি মানে সেখানে বাড়তি আনন্দ। নববধুকে দেখার জন্য আসছেন প্রতিবেশী আত্মীয় স্বজনরা। বিয়ের কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু হলে সেই আনন্দ রুপ নিল বিষাদে। নতুন বর নিহতের ঘটনায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বাড়ইল গ্রামে এখন চলছে শোকের মাতম।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বারো মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান বর জাকারিয়া হোসেন (২০)। তিনি সোমবার রাত ২টার দিকে বিয়ে করে নববধুকে নিয়ে বাড়িতে যান।
বারইল গ্রামে মংগলবার সন্ধ্যার আগে গিয়ে দেখা যায় স্বজনরা জাকারিয়ার মরদেহ দেখতে ভিড় করছেন। নিহতের মা, নববধূসহ প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। স্বজনরা তাদের সান্ত্বনা দিচ্ছেন। প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কান্নায় এ সময় বারইলের বাতাশ ভারী হয়ে ওঠে। একমাত্র ছেলে জাকারিয়া কে হারিয়ে তার বাবা রেজাউল ইসলাম যেন শোকে পাথর হয়ে গেছেন।
জাকারিয়ার চাচা সিরাজুল ইসলাম বলেন, রাতে ভাতিজার বিয়ে হয়। সকাল সাতটার দিকে পরোটা খেয়ে দুপচাঁচিয়া যাচ্ছিল। তিনি ওখানে টাইলস মিলে কাজ করেন। আজ সেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী লিপি খাতুন বলেন, সোমবার রাতে বিয়ে হয়েছে। মংগলবার সকালে আমরা নতুন বউ দেখতে যাব। কিন্তু ছেলেটা মারা গেল। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছেন।
মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, বিয়ের পরেরদিন সকালেই মৃত্যু। এটা মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়ার কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, জাকারিয়ার মোটরসাইকেলটি নিয়ে বারো মাইল এলাকায় গার্ডেন ভিউয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে জাকারিয়া মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।