ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অধ্যাপক হারুন-অর-রশীদ ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন আরেকটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মনোয়ার হোসেন ১১ লাখ ৪০ হাজার টাকার একটি চেক ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
জানা যায়, ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর অধ্যাপক হারুন-অর-রশীদ স্মারক বক্তৃতা আয়োজন করা হবে। এছাড়া, অধ্যাপক হারুন-অর-রশীদ গবেষণা তত্ত্বাবধায়ক অ্যাওয়ার্ড এবং সেরা পিএইচডি বা মাস্টার্স থিসিস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং প্রয়াত অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্ত্রীসহ কয়েকজন দাতা সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য বিভাগের ২৯ জন প্রাক্তন শিক্ষার্থী অর্থ প্রদান করেছেন।
সালাউদ্দিন/সাএ