Bangal Press
ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আদানি গ্রুপের শেয়ারে শর্ট সেলিংয়ে লাভবান হয়েছে ১২ দেশি-বিদেশি সংস্থা: রিপোর্ট

Link Copied!

আদানি গ্রুপের শেয়ার ধস নামায় লাভ হয়েছে ১২টি দেশি-বিদেশী সংস্থা (ফার্ম)। আদানি গ্রুপের শেয়ার শর্ট সেলিং করে তারা এই মুনাফা লুটে নিয়েছে। আজ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
চলতি বছরে জানুয়ারিতে আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পরই ভারতীয় শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। আদানি গ্রুপের শেয়ার বিক্রি বেড়ে যায়। শর্ট সেলিং শুরু হয়ে যায়। শর্ট সেলিং হল বিনিয়োগের এক অভিনব কৌশল। প্রথমে আদানির শেয়ার বেশি দামে বিক্রি করে দিয়ে সেটি আবার কম দামে কিনে নেওয়া হয়। আর তাতে শেয়ারবাজার থেকে মোটা অঙ্কের মুনাফা লুটে নেয় কিছু ফার্ম।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জানুয়ারি মাসে ভারতীয় শেয়ারবাজার ধস নিয়ে তদন্তে নেমে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) জানিয়েছে ইডি। তাতে বলা হয়, শর্ট সেলিং থেকে মুনাফাকৃত সংস্থাগুলো কেউই আয়কর বিভাগের কাছে নিজেদের মালিকানার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন আগে এই শর্ট সেলিং ব্যবসা শুরু হয়।
উল্লেখ্য, আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের কারচুপিরর অভিযোগ আনে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ। রিপোর্টে বলা হয়, এক দশক ধরে আদানি গ্রুপ শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়েছে। এরপরই সুপ্রিমকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি)।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।