Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারের ফেন্সি ডেন্টাল হোমকে জরিমানা ও বন্ধ ঘোষণা

Link Copied!

দন্ত চিকিৎসকের রেজিস্ট্রেশন না থাকা, প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেয়াসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নীলফামারীর ডোমার উপজেলার ফেন্সি ডেন্টাল হোম-এর সত্ত্বাধিকারী ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরের পর উপজেলা শহরের ডিবি রোড সংলগ্ন নিউ মার্কেটে অবস্থিত ফেন্সি ডেন্টাল হোমে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান, সেনেটারী ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আল আমিন রহমানসহ ডোমার থানা পুলিশ।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ জানান, ওমর ফারুকের কোন রেজিষ্ট্রেশন নেই, তার প্রতিষ্ঠানে আরো একজন চিকিৎসক রয়েছে তারও কোন রেজিষ্ট্রেশন নেই। এছাড়া স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছেন। তার বিরুদ্ধে পরিবেশসহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। আমরা আজ তদন্ত করে অভিযোগের বিষয়ে সত্যতা পেয়েছি। তিনি নিজেকে ১৭ বছরের অভিজ্ঞতা সম্পন্য ডেন্টিস হিসেবে দাবী করলেও তার কোন বিডিএস ডিগ্রি নেই। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা এবং ভোক্তাদের সাথে প্রতারণা করার জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুসারে ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।