Bangal Press
ঢাকাThursday , 31 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে আদালতে পিতা-পুত্রসহ ৩ জনের বিরুদ্ধে চাদাবাজি মামলা

Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার কুঠিরহাট বাজারে চাঁদার দাবীতে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজবাড়ীর ১ নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন সদর উপজেলার খানখানাপুর ঢেঁকিগাড়িয়া রুপপুর গ্রামের মোঃ ইসলাম মিয়ার স্ত্রী মোছাঃ মিনি বেগম। 
মামলার আসামীরা হলো, সদর উপজেলার খানখানাপুর ঢেঁকিগাড়িয়া রুপপুর গ্রামের মৃত আঃ আওয়াল ঢালীর ছেলে মোঃ শফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলামের ছেলে আলামিন ঢালী, মোঃ কালাম ঢালী। মামলাটি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বাদীর স্বামী প্রবাসী মোঃ ইসলাম মিয়া বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন-যাপন করেন। কুঠিরহাট বাজারে তার ক্রয়কৃত জমিতে গত ১৫ আগস্ট ঘর সংস্কার করার জন্য কাজ করার সময় সন্ধ্যা ৬ টার সময় ৫ লক্ষ টাকা দাবী করে প্রতিপক্ষ।
এ বিষয়ে রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিসপি ৪২৯/২৩ মামলা দায়ের করেন। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে ও চাঁদার টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ২১ আগস্ট সন্ধ্যায় বাড়ীতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। ঘর থেকে বের হলে অস্ত্রের ভয় দেখিয়ে  ৫ লক্ষ টাকা দাবী করে। এসময় জীবন বাঁচাতে তাদেরকে ২লক্ষ টাকা প্রদান করি। পরে আরো ৩ লক্ষ টাকার জন্য ৭ দিনের সময় দেয়। সঠিক তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের দাবি তার।
অভিযোগ অস্বীকার করে মামলার তিন নম্বর আসামী মোঃ কালাম ঢালী বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যেই স্থানে ঘর নির্মান করা হয়েছে সেটি আমার বাবার নামে লীজ নেওয়া জমি। তারা ঘর তুলতে গেলে থানা পুলিশের সদস্য কাজ বন্ধ রেখেছে। এর আগে আমার ও আমার পরিবারের সদস্যদের নামে একাধীক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
রাজবাড়ী জেলা বারের আইনজীবি বকুল ভৌমিক বলেন, মামলাটি ডিবির ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।