Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানান। তবে ট্রাকটি জব্দ করেছেন।
বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়মাটি এলাকা এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মনন (২২) এবং একই উপজেলার রাজাপুর এলাকার আবির হোসেন (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুইজন আরোহী মোটরসাইকেল যোগে উপজেলার গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলো। এ সময় গড়মাটি এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।