Bangal Press
ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘আমি বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ নই’

Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ইউটিউবে কেউ একজন প্রচার করেছে, আমি নাকি বিক্রি হয়ে গেছি। বিষয়টি আমাকে আহত করেছে। আমি বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ নই। বুধবার (৩০ আগস্ট) জাপার কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, অর্থ বা ক্ষমতার জন্য আমি বিক্রি হতে পারি না। চাকরি জীবনেও অবৈধ টাকা-পয়সার অর্জনের সুযোগ ছিল, কিন্তু আমি কখনই তা করিনি। তিনি বলেন, ২৮ বছরের রাজনীতিতে ২০ বছর এমপি ও পাঁচ বছরে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি বিক্রি হয়নি, বিক্রি হওয়ার লোকও নই। আমি দল এবং দেশ ও জাতির কথা চিন্তা করি।
জাপা চেয়ারম্যান বলেন, ভারত সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে ঠেলাঠেলির মধ্যে হঠাৎ কথা বলায় ঠিকমতো শব্দচয়ন হয়নি। তাই কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এর কিছুটা সমালোচনাও হয়েছে। এটা আমার ব্যর্থতা। তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন চায় ভারত। তারা নির্বাচন ঘিরে সহিংসতা চায় না। নির্বাচনের পদ্ধতি ও কে ক্ষমতায় আসবে তা নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই।
জি এম কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলোতে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেটাই ভারত চায়। এ ছাড়া ভারতের সঙ্গে জাপার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয় নিয়েই কথাবার্তা হয়েছে।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।