Bangal Press
ঢাকাThursday , 31 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে মুজিববর্ষ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অবিচ্ছেদ্য ও গভীর সম্পর্ক রয়েছে। ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কর্মসূচিতে বঙ্গবন্ধুর আসার কথা ছিলো, কিছু ঘাতকদের নিমর্ম হত্যাযজ্ঞের কারণে সেটি আর সম্ভব হয়নি। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধুর ত্যাগ, আন্দোলন, আদর্শ, দর্শন ও সংগ্রামী জীবন সম্পর্কে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে জানতে হবে। টেকসই জ্ঞান অর্জনের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আলিফা বিনতে হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক ড. রাখহরি সরকার বক্তব্য রাখেন।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।