Bangal Press
ঢাকাThursday , 31 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে কলাবাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সাইদুল ইসলাম (৫২) ইউনিয়নের চকপাড়া উত্তর পাড়া গ্রামের তবিবব রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
নিহত সাইদুল ইসলামের ছোট ভাই শাহিন মিয়া বলেন, বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। আমরা অনেক খোঁজা খুঁজি করে তাঁর সন্ধান পাইনি। অনেকবার তাঁর মোবাইল ফোনে কল করেছি কিন্তু ফোন রিসিভ হয় নি। সকালে জানতে পারি, মাঝপাড়া গ্রামে তাঁর শ্বশুর বাড়ি সংলগ্ন কলাবাগানে তাঁর লাশ পড়ে আছে।
নিহতের আরেক ছোট ভাই স্বাধীন মিয়া জানান, আমার ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাবার পর গত দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল ঐ জমি কিনতে চান। এক পর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে আজ অবধি জমি দলিল সম্পাদন করে দেন নি।
এ নিয়ে তাদের উভয় পক্ষের মধ্য দ্বন্দ্ব চলছিলো। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝে মাঝেই দ্বন্দ্ব হতো। অবশেষে আজ বৃহস্পতিবার ঐ জমি সম্পাদনের দিন ধার্যছিলো।
স্বাধীন আরও জানান, চলতি আগস্ট মাসের ১৩ তারিখে ভাবি নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোশ ও মহরানার টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারনা ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে। সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।