Bangal Press
ঢাকাThursday , 31 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘তীব্র চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা’

Link Copied!

বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা মানোন্নয়নে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহনকারীদের নিয়ে অংশগ্রহনমূলক মতবিনিময় সভা আজ (৩১,আগষ্ট) বৃহস্পতিবার বরগুনা হাসপাতাল মিলনায়তনে অনুষ্টিত হয়। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগোনারী’র ব্যবস্হাপনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম অংশীজনের সভার আয়োজন করে। 
 
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, নার্স, সেবাগ্রহনকারী বিভিন্ন স্তরের নাগরিক, স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরামের সদস্যরা অংশগ্রহন করেন।
 
স্বাস্থ্য সেবা গ্রহনকারীরা চিকিৎসা সেবা নিতে এসে সমস্যা, সেবাদানকারী চিকিৎসক, নার্সদের আচরন, সেবাগ্রহনকারীদের আচরণ ও অসচেতনতা এবং সর্বোপরি সেবা মানোন্নয়নের উভয়ের করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, মেডিকেল অফিসার বরগুনা জেনারেল হাসপাতাল ডাঃ মাহবুব হোসেন, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, যুব ফোরামের আহবায়ক মহিউদ্দিন অপু, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, আতিকুর রহমান সাবু, ডাঃবর্ণা তরুনিয়া, ডাঃ তৌহিদা, সেবাগ্রহনকারী হারুন অর রশিদ হাওলাদার, রওশনয়ারা, জাহিদ হাওলাদার।
 
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সভায় বক্তারা বলেন- বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১২ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা সেবক প্রতিষ্ঠান এখানে ৫৫টি ডাক্তারের পদ থাকলেও মাত্র ১১ জন ডাক্তার কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে আট শতাধিক রোগীসেবা নিতে আসেন। এত স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান সম্ভব নয়। তীব্র চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।