Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাতের ভোট নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 4:27 am
Link Copied!

রাতের ভোট নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, একটি গোষ্ঠী গুজব রটায়, রাতে ভোট হয়েছে। আপনারা বলুন, দেশের কোথাও কি এমন ঘটনা ঘটেছে। আমি তিনবার নির্বাচন করেছি— এমনটি হয়েছে দেখিনি। বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনি এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসি আঞ্চলিক গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্রীরামিসি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত শহিদদের স্মরণে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ তার নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়। ভোট কারও নিকট থেকে জোর করে আনা যায় না। এটা স্বাধীন দেশ। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল। মুক্তিযুদ্ধের পক্ষের দল। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আমরা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। 
মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। তবে কেউ কেউ দণ্ডিত হয়ে বিদেশে বসে এ দেশ পরিচালনা করতে চায়। দেশ পরিচালনা করতে হলে দেশে আসতে হবে। এ দেশের বাঙালিরা তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কারা দেশের উন্নয়নে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থেকে রাষ্ট্রপরিচালনা করবে।  
তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচনে আসুন— মানুষের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশ আমাদের সবার। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিশৃঙ্খলাকারী কাউকে এ দেশের মানুষ পছন্দ করে না। সরকারের এ মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবারিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে বিজয়ী করতে হবে।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।