Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র সমাবেশে বৃষ্টির হানা

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 8:42 am
Link Copied!

ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে হানা দিয়েছে বৃষ্টি। এতে করে সমাবেশস্থলের আশপাশে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতারা। অনেককে আবার বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ। সমাবেশে যোগ দিতে গতকাল (বৃহস্পতিবার) থেকে সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটির নেতাকর্মীরা। 
এদিকে আজ হঠাৎ করেই দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায় সারাদেশ থেকে আসা ছাত্রনেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের।  আজ বিকেল তিনটায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করবেন। বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।