Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিল্যান্সারদের আয় সহজে দেশে আনতে বিকাশের কর্মশালা

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 10:12 am
Link Copied!

ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ কিভাবে আরো সহজে এবং নিরাপদে দেশে আনা যায় সেই বিষয়ে সম্প্রতি আয়োজিত “ন্যাশনাল ফ্রিল্যান্সার কনফারেন্স-এ একটি আলোচনা পর্বে অংশ নিয়েছে বিকাশ।
ফেসবুক ভিত্তিক গ্রুপ “ফ্রিল্যান্সার অব বাংলাদেশ” সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে। যার অন্যতম পৃষ্ঠপোষক ছিল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণরা অংশ নেন। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সেশনে কথা বলেন দেশসেরা ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবি ও তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তারা।
কর্মশালা সেশনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
উল্লেখ্য, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটি বড় অংশই তাদের কাজের পারিশ্রমিক পেয়ে থাকেন পেওনিয়ার-এর মাধ্যমে। দিন রাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সুবিধা ফ্রিল্যান্সিং সেক্টরে এনেছে আরো গতিশীলতা। এই সুবিধা একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স প্রবাহকেও বেগবান করছে। বিকাশে আসা রেমিটেন্স ফ্রিল্যান্সাররা প্রয়োজন মত অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠানো, বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট দেয়া, ক্যাশ আউট করাসহ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারছেন।
বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকেই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। ফ্রিল্যান্সাররা চাইলে এই লিংক (https://www.bkash.com/products-services/payoneer) থেকে দেখে নিতে পারবেন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।