Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৩ পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার মাদরাসা শিক্ষক

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 4:45 pm
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ নিহতের ঘটনায় একটি পত্রিকার সংবাদে ‘আলহামদুলিল্লাহ’ লিখে মন্তব্য করায় সিরাজগঞ্জে মো. আব্দুল্লাহ নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গ্রেপ্তার মো. আল-আমিন উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ এসব তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ওই মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট চট্রগ্রামের সীতাকুন্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ কমেন্ট করেন আব্দুল্লাহ। তার কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকে।  
এ কমেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।