Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার প্রত্যয় বিএনপির

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 6:38 pm
Link Copied!

গণতান্ত্রিক আন্দোলনে আরও ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। এজন্য আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, জনগণকে নিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারলে ক্ষমতাসীনদের প্রতিটি অপকর্মের বিচার হবে।  
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে দলটির নেতাকর্মীরা এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই সমাবেশ আয়োজন করে। এসময় সভাপতির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে রাজপথে আছি আমরা। এটি গণতান্ত্রিক আন্দোলন, এটা চলবে।
অন্যান্য নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে বর্তমান সরকার। বিএনপিকে চাপে রাখতেই এমনটা করা হয়েছে। তবে এভাবে আর আমাদের দমিয়ে রাখা যাবে না। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এতে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
সমাবেশের পর র‌্যালি বের করে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেটি শুরু হয়। ফকিরাপুল মোড়-নটর ডেম কলেজ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে তা শেষ হয়। এর আগে সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দলীয় সংগীতসহ জিয়াউর রহমানকে নিয়ে গান পরিবেশন করেন। এতে হাজার হাজার নেতাকর্মী উৎসাহিত হন। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।