Bangal Press
ঢাকাFriday , 1 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীরোগ জনিত সমস্যায় ভুগছেন স্বস্তিকা, আগামী সপ্তাহে অস্ত্রোপচার

ডেস্ক রিপোর্ট
September 1, 2023 4:47 pm
Link Copied!

অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার করা হবে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন স্বস্তিকা নিজেই।
স্বস্তিকার পরিবারের সদস্যদের রক্ত পরীক্ষা করাতে হলে এক ব্যক্তি বাসায় গিয়ে রক্ত সংগ্রহ করে নিয়ে যান। দীর্ঘ দিন ধরে এ কাজ করছেন ওই ব্যক্তি। তার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, ‘রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কত স্নেহ, মায়া, ভালোবাসা মিশে থাকে সেখানে।’
কয়েক দিন পরই তার একটি অস্ত্রোপচার হবে। তা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘সামনের সপ্তাহে আমার একটা অপারেশন হবে। তাই আজ রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।’ কিন্তু কিসের অপারেশন বা তার অসুস্থতার বিষয়টি স্পষ্ট করেননি স্বস্তিকা।
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্ত্রীরোগ জনিত সমস্যায় ভুগছেন স্বস্তিকা। এ কারণে তার শরীরে অস্ত্রোপচার প্রয়োজন।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।