শুরুতেই শাহিন শাহের জোড়া আঘাতে চাপে পড়েছিলো ভারত। তারপরে সতীর্থের পথ অনুসরণ করলেন হারিস রউফ। তিনিও জোড়া উইকেট দখল করে ভারতের বড় রান সংগ্রহের পথে বাধা তৈরি করেন। তবে এই মুহূর্তে দ্রুত রান তোলার চেষ্টা করছে ভারত।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। তবে কিছুক্ষণ পরেই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় দুদলকে। পুনরায় খেলা শুরু হলে ভারতের জোড়া উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। জোড়া উইকেটের দেখা পান হারিস রউফও।
৪.৬ ওভারে ১১ রান করে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরে ৬.৩ ওভারে মাত্র ৪ রান করা বিরাট কোহলিকেও ফেরান শাহিন। তাতে বৃষ্টির পরে ভারত বড় ধাক্কা খায়। সেই ধাক্কা আরও বড় করেন হারিস রউফ। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান ১৪ রানে। ১১.২ ওভার খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টি। প্রায় ৩০ মিনিট পরে খেলা আবারও মাঠে গড়ায়। এবার জোড়া উইকেট তোলার কোটা পূর্ণ করেন হারিস। ১৪.১ ওভারে মাত্র ১০ রান করা শুভমান গিলকে বিদায় করেন তিনি। তবে এরপেরই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। এই মুহূর্তে উইকেটে রয়েছেন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। তারা দ্রুত রান তোলার চেষ্টা করছেন।
এ দিকে ভারত-পাকিস্তান মহারণে বারবার বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। প্রথম ইনিংসে দুইবার মাঠ ছাড়তে হয় দুদলকে। তাতে বলাই যায়, এশিয়া কাপের টানটান উত্তেজনার ম্যাচে ভারত-পাকিস্তানের পাশাপাশি খেলায় অংশ নিয়েছে বৃষ্টিও। তবে এরই মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ম্যাচটি। ২০ ওভার পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১০২ রান।
আশরাফুল/সা.এ.