কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে মুহাম্মদ মুজিব (২৪) নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এ/৪৬ এর বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝামাঝি একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী।
তিনি বলেন, শনিবার ভোর ৫টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশসহ এপিবিএন এর সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসার সদস্যরা এ হত্যাকান্ড করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়ে তিনি আরোও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আশরাফুল/সা.এ.