এদেশের জনগন ১৪, ১৮সালে ভোট দিতে পারেনি ভোট চোরের সরকারের কারনে। ভোট চুরি করে নির্বাচিত হয়েছে এখন তারা বুঝতেছে তাদের অস্তিত্ব নেই তাই আবারও আগের মত রাতের ভোটের নির্বাচন করতে চায় ভোট চোর এই আ,লীগ সরকার। ভোট চুরির নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে কঠোরভাবে দমন করবে আর আ,লীগ সরকার ও শেখ হাসিনা এবং তার দলের নেতৃবৃন্দের অবস্থা শ্রীলঙ্কার মত হবে বলে জানান, সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা কৃষকদের আহবায়ক, জেলা বিএনপি সহসভাপতি আনিসুল হক।
শনিবার দুপুরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি আরও বলেন,স্বাধীন দেশে বিনা ভোটের সরকার দেশে লুটপাট আর বিচারহীনতা রাজনীতি করছে। আমাদের নেতাকর্মীদের গিম করছে,মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানী করছে।
আনিসুল হক আরও বলেন,এই আ,লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে,অরাজকতা,দ্রব্যমূল্যের বৃদ্ধিতে দেশের জনগন দিশেহারা। এই সরকার নিজেদের আখের গোছাতেই সময় পার করছে। দেশের মানুষের জন্য কোনো চিন্তা নেই,এই ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আনিসুল হক বলেন, জনগনের দাবী,বাক স্বাধীনতা,ভোটের অধিকার না দিলে জনগনেই আপনাদের(আ,লীগ) টেনেহিঁচড়ে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এই অবৈধ সরকার পালাবার পথ পাবেন না। আগামী সকল আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিদ সরকারের পতন ঘটানো হবে বলে হুশিয়ার করেন।
উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংঘটনের আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাকাব উদ্দিন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম,কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,নাজরুল ইসলাম শাহ,লুৎফুর রহমান,ডাঃ শামসুদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,উপজেলা যুবদল আহবায়ক মোঃ এনামুল হক,শাহীন মেম্বার,ডাঃ হাবিবসহ উপজেলা সাতটি ইউনিয়ন বিএনপি,কৃষকদলসহ সহযোগি সংঘটনের নেতৃবৃন্দ প্রমুখ।
আশরাফুল/সা.এ.