Bangal Press
ঢাকাSaturday , 2 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আফগানদের বিপক্ষে টাইগারদের একাদশে পরিবর্তনের ইঙ্গিত হাথুরুসিংহের

ডেস্ক রিপোর্ট
September 2, 2023 5:29 pm
Link Copied!

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যাবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী রবিবার বাচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার (২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। 
আফগানদের সাথে টাইগারদের পরবর্তী ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টাইগারদের হেড কোচ হাথুরুসিংহে। তিনি জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম ভালো শুরু এনে দিতে না পারলেও তাদের ওপর আস্থা রাখছেন কোচ হাথুরুসিংহে। দুই ওপেনারকে প্রতিভাবান উল্লেখ করে টাইগারদের কোচ বলেন, ‘টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে, আরেকজন অসুস্থ। বর্তমান দলে যারা রয়েছে তাদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। তারা প্রতিভাবান বলেই দলে আছে।’
এশিয়া কাপের কিছুদিন পরই শুরু হবে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও অনেকে দেখছে এশিয়া কাপকে। তবে টাইগার কোচের ভাবনায় এখন কেবলই এশিয়া কাপ। হাথুরুসিংহে বলেন, ‘আপাতত আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’ আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।