এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। এশিয়া কাপরে শেষ চারের লড়াইয়ে ঠিকে থাকতে জয়ের লক্ষ্য নিয়ে আজ রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীদের মুখোমুখি হচ্ছে আফগানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে।
এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলে আসতে পারে একাদিক পরিবর্তন। ওপেনার তানজিম তামিমের পরিবর্তে খেলতে পারেন এনামুল হক বিজয়। আর সাত নাম্বার পজিশনে দলে ডুকতে পারেন আফিফ হোসেন।
শনিবার (২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দেন কোচ হাথুরুসিংহে। তিনি জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:- এনামুল হক বিজয়, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
এর আগে, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এই ম্যাচে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শুভসূচনা করতে চায় আফগানিস্তান। সেই উদ্দেশে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাচ্ছে তারা। এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৬ দল। মাত্র ৪ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়েছে। এরই মধ্যে নানা সমীকরণ তথা হিসাব-নিকাশ কষা আরম্ভ হয়ে গেছে।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন হার্ডহিটার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও রহমত শাহরা। ইনজুরি থেকে সেরে উঠেছেন মিডলঅর্ডার নাজিবুল্লাহ জাদরান। বল হাতে ফর্মের তুঙ্গে আছেন রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি। কিছুদিন আগে বাংলাদেশকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সবমিলিয়ে আত্মবিশ্বাস নিয়ে টাইগারদের মোকাবিলা করবে তারা।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজল হক ফারুকি।
সালাউদ্দিন/সাএ