Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

মোবাইলে কথা বলায় স্বামীর আপত্তি, ছয় তলা থেকে ঝাঁপ নববধূর

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 6:11 am
Link Copied!

ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন নববিবাহিত এক বধূ। স্বামীর তাতে সন্দেহ হয় এবং বিষয়টি নিয়ে আপত্তি জানান। স্বামীর এই আচরণ সইতে পারেননি ওই বধূ। অভিমানে একটি বহুতল ভবনের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম পূজা সোলাঙ্কি। সদ্য বিয়ে হয়েছিল তার। গত শুক্রবার এক আত্মীয়ের বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে খাওয়া-দাওয়া, হাসিঠাট্টায় সময় কাটছিল তাদের। সেই সময় একটি ফোন আসে পূজার। তিনি কথা বলা শুরু করেন। বিষয়টিতে বিরক্ত হন পূজার স্বামী। তিনি স্ত্রীকে ফোন রেখে দিতে বলেন। তবে স্বামীর এই আপত্তি ভালোভাবে নেননি পূজা।
ঘরের সবাই যখন গল্পে ব্যস্ত, হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ পান তারা। একটু পর কী হয়েছে দেখতে নিচে নেমে আসেন সকলেই। তখন পূজার স্বামী এবং তার আত্মীয়রা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পূজা। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মনপড় থানার এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী এই সিদ্ধান্ত নেন বলে জেনেছে পুলিশ। তবে সেটাই একমাত্র কারণ, না কি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।