Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ করে আমতলীতে উধাও এলপিজি গ্যাস

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 10:08 am
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: বরগুনা আমতলীতে হঠাৎ করে সব কোম্পানির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের সংকট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা। উপজেলায় বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার বাণিজ্যিকভাবে বিক্রি হয়ে থাকে। তবে বর্তমানে গ্রাহকদের চাহিদা মতো গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। 
আমতলী উপজেলায় বসুন্ধরা, বিএম, ফ্রেশ, ইউনিক, সেনা, দুবাই বাংলা,টোটালসহ বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাস সিলিন্ডার বাণিজ্যিকভাবে বিপণন হয়ে থাকে। এসব বিভিন্ন কোম্পানির পৃথক ডিলার বা এজেন্ট রয়েছে। অথচ গ্রাহকদের চাহিদা মতো এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারছে না তারা। ব্যবসায়ীদের অভিযোগ দেশে গ্যাস সংকট ও  ডিপো থেকে  সিলিন্ডার সরবরাহ করতে না পারায় গ্রাহকেরা বিপাকে পড়েছেন। 
বসুন্ধরা ডিলার মহিউদ্দিন বলেন, প্রতিটি কোম্পানি বিদেশ থেকে এলপি গ্যাস আমদানি সংকটে পড়েছে। ফলে তারা পরিবেশকের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। গত এপ্রিল মাস থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। এদিকে পরিবেশকরা দিতে পারছেন না খুচরা ব্যবসায়ীদের। যার চূড়ান্ত বিরূপ প্রভাব পড়েছে  একদম ভোক্তা পর্যায়ে। পরিবেশকরা বলেছেন, সংকট অব্যাহত থাকলে চলতি মাসে আরও গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে। 
টোটাল ও দুবাই বাংলা ডিলার রেজাউল করিম বলেন, গত চার মাস ধরে চাহিদার তিন ভাগের এক ভাগ কোম্পানি থেকে সরবরাহ করতে পারচ্ছিনা । ১ সেপ্টেম্বর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সরবরাহ বন্ধ থাকা কোম্পানির ভোক্তারা। তাদের গ্যাস কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। আগষ্টেই তিন দফায় দাম বেড়েছে গ্যাসের। এছাড়া গ্যাসের বাজারমূল্য নিয়ন্ত্রণ না থাকায় ব্যসায়ীদের মধ্যে টানাপোড়েন চলছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, কয়দিন পর পর দাম বাড়ে, এবার এক লাফে বাড়ছে ৩০০ টাকা। সব পণ্যের দাম বাড়লেও আমাদের উপার্জন বাড়ে না। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।
চায়ের দোকানদার আঃ ছালাম বলেন, প্রতিটি সিলিন্ডার আগের চেয়ে ৩ থেকে ৪ শত টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। গরিব মানুষ চা বিক্রি করে সংসার চালাই। গ্যাসের দাম বাড়লেও চায়ের দাম তো বাড়ানো যাচ্ছে না। এভাবে দাম বাড়লে গরিব মানুষ বাঁচব কি করে? এখন তো দেখছি চায়ের দাম না বাড়ালে আমাদের সংসার চালানোই কষ্ট হয়ে যাবে।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।