Bangal Press
ঢাকাSaturday , 2 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায় বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
September 2, 2023 4:25 am
Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়। বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের কোনো উন্নয়ন দেয়নি। তারা আমাদের দিয়েছে বোমা হামলা। আমরা দেখেছি কিভাবে বোমা হামলা করে মানুষ মেরেছে। আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি বিগত দিনে নির্বাচনের নামে সন্ত্রাস করেছে। মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে।
বিএনপি উন্নয়নকে বাঁধাগ্রস্ত করেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, তারা দিনের পর দিন হরতাল দিয়েছে। তারা মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, কলকারখানা পুড়িয়েছে, তারা বোমা হামলা করেছে। আজকে আবার তারা বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়ে দেয়। মানুষকে হত্যা করার চেষ্টা করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসে না, তারা বলে আমরা নির্বাচনে আসবো না। দেশের যে সংবিধান আছে সেই সংবিধানে নির্বাচন করবো না। তারা সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়। বাংলার মানুষ তা কখনও হতে দেবে না। এদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। এর বাইরে আর কোনো সুযোগ নেই। এসময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সঙ্গে জিয়াউর রহমানের ঈঙ্গিত ছিল বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
 



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।