Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ২ 

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 9:37 am
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে প্রাইভেট কার পুকুরে পরে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিক ভাবে ছেলেটির পকেটে মধ্যে পাওয়া জন্ম নিবন্ধন থেকে জানা যায়, ছেলেটির নাম জাকারিয়া জাকির (২৪)। সে বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে। মেয়েটির নাম রানী খাতুন (১৯)। সে নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শেরপুর উপজেলার আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শেরপুর শহর হতে প্রাইভেটকাটি এই আঞ্চলিক সড়কে আসে। গাড়িটির একটু গতি বেশি ছিল। মনে হয় ব্রেক ফেল করে প্রাইভেটকারটি পুকুরে পড়ে ডুবে যায়। পুকুরে প্রাইভেটকারটি পড়ে যাওয়া দেখে আমরা সেখানে যায়। গাড়িটির ভিতর থেকে দুজন বাহির হয়ে পালিয়ে যায়। এবং দরজা বন্ধ থাকায় জাকারিয়া ও রানী দুজনের কেউ বাহির হতে পারেনি। ডুবে থাকা প্রাইভেটকাটির মধ্যেই তারা মারা যায়। তখন আমরা স্থানীয়রা প্রাইভেটকাটিতে রশি লাগিয়ে পুকুরের পারে এনে তাদের দুজনের লাশ প্রাইভেটকাটির মধ্যে থেকে বের করি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) বাবু কুমার সাহা জানান, ব্রেক ফেল করে পুকুরে প্রাইভেটকারটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।