Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নবীনদের পদচারণায় মুখরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 10:25 am
Link Copied!

আহমদ সানি, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ২১ একরের ক্যাম্পাস।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে ক্লাস শুরু হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। প্রতি বছরের মতো এবারো ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দেখা যায় দূরদূরান্ত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে নবীন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ। নবীনদের আগমনে ক্যাম্পাস ভরে গেছে। মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আড্ডার স্থানগুলো। ক্যাম্পাসের চিরচেনা টিএসসি, ক্যান্টিন, শান্ত চত্বর, কাঠালতলা, শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাস দেখা যায় নতুনদের আনাগোনা। জায়গায় জায়গায় চলছে প্রবীণ-নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্ব। পরিচয় পর্বের সাথে চলছে গল্প, গান ও অভিনয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে যেন খুঁজে পেয়েছে প্রাণের স্পন্দন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ফুল ও কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। ফলে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে দেখা যায় এই নবীনদের। পরিচয় হচ্ছে বড় ভাইদের সাথে এবং তাদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন নবাগাত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
উচ্ছাস প্রকাশ করে নবীন শিক্ষার্থী নিরব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিজের ক্যাম্পাস ভাবতে পেরে অন্যরকম আনন্দ কাজ করছে। স্কুল বা কলেজে পড়ার সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন অনেকের মনে উঁকি। এখন সেই স্বপ্ন সত্যি হল। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সিনিয়ররা নিজ থেকেই আমাদের সঙ্গে পরিচিত হচ্ছেন, যেটা ভালো লাগার বিষয়। তাদের আন্তরিকতা দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ। প্রত্যাশা ছিল ঢাকার যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব। এমন একটা ক্যাম্পাস পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।