Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে গালায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 2:09 pm
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে মো. আমিনুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামতলা এলাকার নিজ বাড়ির শায়ন কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি ঐ এলাকার মৃত ইসরাফিল’র ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুলের প্রথম স্ত্রী মেহেরুন্নেছা পার্শবর্তি লক্ষীছড়ি উপজেলার মগাইছড়ি এলাকায় থাকেন। ঐ সংসারে তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। আর তার দ্বিতীয় স্ত্রী রাজিনা বেগমকে নিয়ে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। 
গত ৫-৬ মাছ ধরে শারীরিক অসুস্থ্যতার কারণে কানের স্রােবন শক্তিও কমে যায়। এছাড়াও আর্থিক দেনা-পাওয়া ও বিভিন্ন এনজিও সংস্থার ঋণে মানসিকভাবে হতাশা গ্রস্থ হয়ে পড়েন। ঋণের জ্বালা ও বেকারত্ব তাকে মানসিকভাবে হতাশাগ্রস্ত করে ফেলে। রবিবার (৩ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে তার দ্বিতীয় স্ত্রী ব্র্যাকের কিস্তির টাকা দিতে যাওয়ার সময় তাকে ঘরে রেখে যায়। কিস্তি দিয়ে ফিরে বাড়িতে কোনো সারাশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখে ঘরের ভীমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন আমিনুল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করে। সুরতাহাল শেষে বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন জানান, প্রাথমিকভাবে মানসিকভাবে হতাশাগ্রস্থ থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তাছাড়া এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ে করেছেন। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।