Bangal Press
ঢাকাMonday , 4 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

যমজ সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী

ডেস্ক রিপোর্ট
September 4, 2023 4:40 am
Link Copied!

যশোরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের শ্রীপুর নতুন গ্রামের জামানের বাড়িতে ওই নারীর স্বাভাবিক প্রসব হয়। মা ও শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় মা ও দুই সন্তানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নার্সরা জানান, সন্ধ্যায় অজ্ঞাতপরিচয়ের এক প্রসূতিকে ভর্তি করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মা ও দুই শিশু ভালো আছে। শঙ্কা কেটে গেছে।
যশোর জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অজ্ঞাতপরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারীকে ভর্তি করা হয়েছে। তার যমজ ছেলে-মেয়ে হয়েছে। কিন্তু তার পরিচয় শনাক্ত হয়নি। তাকে দেখার মতো কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান মহোদয়ের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমরা মা ও দুই শিশুর দেখাশোনা করছি। মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসার পর সেটি বন্ধ হয়েছে। শিশু দুটির পরিচর্যার পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে এনজিও, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু বলেন, বাঘারপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নারী ও তার দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনায় মা ও শিশুদের চিকিৎসা এবং দেখা-শোনার জন্য আমরা কাজ করছি।
বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস বলেন, খবর পেয়ে মা ও দুই শিশুকে দেখতে এসেছি। জরুরি ভিত্তিতে কিছু উপহার সামগ্রী এনেছি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।