ঢাকার বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সম্প্রতি ‘ভিটাকেয়ার’ ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে ফুড, হেল্থ এন্ড হাইজিন ও হোম কেয়ার ক্যাটাগরীর কনজ্যুমার প্রোডাক্টের দু’দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বিশেষ মূল্য ছাড়ে পণ্য ক্রয়ের সুযোগ থাকায় গ্রামীণফোনের সর্বস্তরের কর্মকর্তাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
ভিটাকেয়ারের পক্ষ থেকে জিপি হাউজে পণ্য প্রদর্শণীর সুযোগ দেয়ার জন্য গ্রামীণফোন কতৃর্পক্ষকে ধন্যবাদ জানানো হয়। দু’দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শণীতে গ্রামীণফোন ও ভিটাকেয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আশরাফুল/সা.এ.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।