আহমেদ সানি, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পূর্ব গবেষণা পরিচালক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালার পরিচালক নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট ২০২৩ তারিখ বছর পূর্ণ হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ জানোয়ার হোসেনকে পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ গবেষণা। শুধু বিজ্ঞানেই না সকল অনুষদেই গবেষণা তরান্বিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে গবেষণা বাড়াতে হবে।
উল্লেখ্য, দায়িত্বপালকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আশরাফুল/সা.এ.