Bangal Press
ঢাকাMonday , 4 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন ভ্রমণে বাঘের দেখা পেল পর্যটকরা

ডেস্ক রিপোর্ট
September 4, 2023 9:01 am
Link Copied!

মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) থেকে: প্রজনন সহ সুন্দরবনের মৎস্য ও প্রানী সম্পদ রক্ষায় তিনমাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের  ভিন্ন স্থানে তিনটি বাঘের দেখা মিলেছে। রবিবার ৩ সেপ্টেম্বর সকালে কটকা অভয়ারণ্য এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটকবাহী জাহাজের পর্যটকরা। একই দিন দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা টহলরত অবস্থায় আলীবান্দা ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন নদীতে সাঁতাররত অবস্থায় রয়েল বেঙ্গল টাইগার দেখে ভিডিও ধারণ করে।
অন্যদিকে, ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটক ও জেলেরা। যা পর্যটকদের সুন্দরবন ভ্রমনে বাড়তি আনন্দ দিয়েছে।  শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত পর বনরক্ষী, জেলে এবং পর্যটক প্রথম প্রবেশ এর সাথে সুন্দরবনের তিনটি স্থানে তিনটি বাঘ দেখছেন।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।