ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার (৭২) আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)। এমএ কাশেম সরকার ফুলপুর ও তারাকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিলেন।
সোমবার (৪ সেপ্টেম্বর/২৩) সকাল ১১ টার দিকে নগরীর নেক্সাস হাসপাতালে তিনি মারা যান। তারাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএ কাশের সরকারের মৃত্যুতে তারাকান্দা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এছাড়াও, তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
আশরাফুল/সা.এ.