Bangal Press
ঢাকাTuesday , 5 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার বন্ধ হচ্ছে সৌদি ট্রান্সফার উইন্ডো

ডেস্ক রিপোর্ট
September 5, 2023 5:43 am
Link Copied!

আগামী ৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বন্ধ হচ্ছে সৌদি পেশাদার লিগের ট্রান্সফার উইন্ডো। সৌদি আরব ফুটবল এসোসিয়েশনের এক বিবৃতিতে এই তারিখ ঘোষনা করা হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন ইউরোপীয়ান শীর্ষ সারির খেলোয়াড়কে দলে ভিড়িয়ে হইচই ফেলে দেয়া সৌদি লিগের ক্লাব আল-ইত্তিহাদ এখনো লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে দলে পেতে উন্মুখ হয়ে আছে।
ইতোমধ্যেই সালাহর জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের লোভনীয় প্রস্তাব দিয়েও সফল হতে পারেনি জেদ্দার ক্লাবটি। এর আগেও সালাহর জন্য আল-ইত্তিহাদের প্রস্তাব  ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। ইউএসপিএন’র একটি সূত্র অবশ্য দাবী করেছে,সালাহর বিষয়টি আপাতত বন্ধ হয়ে গেছে। লিভারপুলের সাথে ঘনিষ্ট একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ‘সালাহ বিক্রির জন্য নয়।’
রোববার এ্যাস্টন ভিলার বিরুদ্ধে প্রিমিয়াম লিগে লিভারপুলের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে সালাহ স্কোরশিটে নাম লিখিয়েছেন। লিভারপুল বস জার্গেন ক্লপ ঐ ম্যাচ শেষে বলেছেন এ মৌসুমে এ্যানফিল্ডে থাকতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ সালাহ, ‘সে আমাকে বলেনি এখানে সে থাকতে চায় কিনা। কিন্তু তার কার্যক্রমে সব ইঙ্গিত পাওয়া যায়। নিজের  অনুশীলন, পারফরমেন্স ও সার্বিক সব দিক নিয়েই কথা বলেছেন। এ সপ্তাহে আমরা এসব বিষয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা হয়েছে অতীতে সে কি করেছে এবং ভবিষ্যতে সে কি করতে চায়। তার কথার মধ্যে একবারও মনে হয়নি সে শুধুমাত্র আগামী এক সপ্তাহের জন্য এসব কিছু বলছে।’
সালাহর সাবেক ক্লাব সতীর্থ জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, ফাবিনহো ও রবার্তো ফিরমিনো এবারের গ্রীষ্মে সৌদি লিগে পাড়ি জমিয়েছেন। সূত্র: বাসসএমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।