নেত্রকোনার কলমাকান্দায় সোনাডুবি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া জেলে অনিল চন্দ্র দাসের (৪৫) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে নোয়াগাঁও এলাকায় হাওরের পানিতে ভেসে ওঠা লাশটি স্বজনেরা উদ্ধার করেছে। নিহত অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে।
নিহতের ছেলে জানান, গত রোববার রাত পৌনে তিনটার দিকে শুরু হয়ে প্রায় ৪০ মিনিট ধরে চলা ঝড়ে ওই নৌকাডুবির ঘটনা ঘটে (এসআই) মো. আশিকুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্য দিকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আব্দুল কুদ্দুস (৩৮) নামের আরও এক মৎস্যজীবী। তিনি উপজেলার পোগলা ইউনিয়নের বেখুরিকান্দা শুনই গ্রামের আব্দুল মোতালিব এর ছেলে ৮ মৎস্যজীবী বেখুরিকান্দা শুনই গ্রামের পাশে বানবিলে মাছ ধরতে যায়। ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে আব্দুল কুদ্দুস (৩৮) নিখোঁজ হন। তবে ওই নৌকায় থাকা ৭ মৎস্যজীবী সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে সক্ষম হন। আব্দুল কুদ্দুসের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এমআর/বা.স.