ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য খোলা চিঠির মাধ্যমে বিশ্বনেতারা প্রধানমন্ত্রীক আহ্বান জানিয়েছেন। বিচার বিভাগের উপর এমন অযাচিত হস্তেক্ষেপে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সমিতির সভাপতি প্রফেসর ড.মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দারের সাক্ষরিত একটি বিবৃতিতে এসব বিষয়ে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।
গত ২৮ আগস্ট ২০২৩ তারিখে বিশ্বের বেশ কয়েকজন বিশিষ্টজনের একটি খোলা চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো হয়। উক্ত চিঠিতে দেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করে থাকে। এধরণের চিঠির মাধ্যমে তাঁরা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করেছে বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে মন্তব্য করা হয়েছে তা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের সামিল বলে মনে করেন ইবি শিক্ষক সমিতি।