মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস মিরা রেজনিকসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ।
সোমবার (৪ সেপ্টেম্বর) গুলশানের বে-টাওয়ারের এক রেস্টুরেন্টে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক হয়। এসময় মিস মিরা রেজনিকসহ ৩ সদস্যবিশিষ্ট মার্কিন প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকে মিরা রেজকিন ছাড়া আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা মিস ম্যারি ভারগাস।
তবে বিএনিপর পক্ষ থেকে বৈঠকে কে কে উপস্থিত ছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।