জান ও মালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, সংবাদ সম্মেলন করেছে, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি দেবাশীষ বাগচী মনু।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সেডাআপ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে দেবাশীষ বাগচী মনু বলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সাথে তিনি যৌথ ব্যবসা করে আসছিল। তার কাছ থেকে পাওনা মূলধন ও লভ্যাংশসহ ২ কোটি ৫০ লাখ টাকা ফেরত চাইলে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতার দাপটে প্রসাশনিক ভাবে এবং লোকবল দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে মৃদুল।
পরিবারের জান মালের নিরাপত্তা এবং পাওনা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমআর/বা.স.