Bangal Press
ঢাকাTuesday , 5 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট
September 5, 2023 8:14 am
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে কর্মসূচিটি পালিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় র‍্যালিতে অংশকারীদের হাতে ‘বাঁচতে চাই পড়তে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’, ‘যতদিন রবে বঙ্গোপসাগরের উত্তাল স্রোতে ঢেউ, শহীদ জিয়া তোমার এই নাম ভুলবোনা মোরা কেউ’,  ‘স্বৈরতন্ত্র নিপাক যাক গণতন্ত্র মুক্তি পাক’, ‘ভোটের অধিকার চাই’, ‘এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার’ ও ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে ফোরামটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাসুদুল হাসান খান (মুক্তা) সঞ্চালনায় বক্তারা দলের চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবি জানান।
এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. ফজলুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একনিষ্ঠভাবে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে আমরা তার মুক্তি চাই। এদেশে বর্তমানে গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার ও মানুষের বাকস্বাধীনতা নাই। এসব ধূলিসাৎ করে স্বৈরাচার সরকার অন্যায়ভাবে টিকে আছে। ক্ষমতাসীন দলের জন্য একটি ভয়, একটি আতঙ্ক কাজ করছে যে তারেক রহমান কখন দেশে ফিরে আসে। আমর দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমান যেদিন বাংলাদেশে এসে দেশবাসীকে ঘোষণা দিবে সেদিনই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের রেনেসাঁ হবে এবং এদেশ স্বৈরাচার থেকে মুক্তি পাবে।
সমাবেশে জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, গত ১ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। দেশের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সমস্ত প্রাতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচারী ও বিনা ভোটের সরকার। বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং তারেক জিয়ার এক দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য।
শোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আতিকুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা প্রফেসর সায়েদুর রহমান পান্নু, প্রফেসর মো. ফজলুল হক, প্রফেসর সাহেদ জামান, প্রফেসর মতিয়ার রহমান, প্রফেসর নুরুল হক মোল্লা, ফোরামের সদস্য প্রফেসর খন্দকার ইমামুল হক সানজিদ, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর মামুনুর রশিদ, প্রফেসর নাজমা আফরোজ, প্রফেসর মোহা: হাছানাত আলী, প্রফেসর মো: আব্দুল আলীম, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর আওরঙ্গজেব আব্দুর রহমান, অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর সাবিরুজ্জামান সুজা, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড.  পারভেজ আজহারুল হক, প্রফেসর  ড.  মো: সাবেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহিমসহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।