Bangal Press
ঢাকাTuesday , 5 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এয়ারপোর্টের স্পিকারে হঠাৎ শোনা গেল তুমি আমাকে বিয়ে করবে

ডেস্ক রিপোর্ট
September 5, 2023 11:57 am
Link Copied!

মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য প্রেমিক কত কিছুই না করে। অনেকের কাছেই এই ঘটনাগুলোকে পাগলামি মনে হয়। কিন্তু এবার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে যা করলেন তা সব উন্মাদনাকে ছাড়িয়ে গেল।
কীভাবে প্রেমিকা রিয়া শুকলাকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তা করেন যশরাজ ছাবরা। পরে তিনি ভাবতে থাকেন তার প্রিয় একটি বলিউডের ছবি নিয়ে। পরে তার আইডিয়ায় বিমানবন্দরে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের বিষয়টি মাথায় আসে। 
শুকলার বেড়ে ওঠা অকল্যান্ডে, কিন্তু তিনি বাস করেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে তিনি রাজ্য সরকারের অধীনে চাকরি করেন। এদিকে যশরাজ ছাবরা নিউজিল্যান্ডে বাস করেন। দীর্ঘ সময়ে ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অকল্যান্ড বিমানবন্দর বেছে নেন। বিমানবন্দরের মাইকে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন যশরাজ। 
হঠাৎ করেই বিমানবন্দরের মাইকে বেজে উঠলো ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এতে হকচকিয়ে উঠে বিমানবন্দরের যাত্রীরা। পরমুহূর্তেই দেখতে পান বিমানবন্দরেই হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন যুবক। অকল্যান্ডের বিমানবন্দরে এমন ঘটনার স্বাক্ষী হলেন বহু মানুষ। 
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যশরাজের এমন পরিকল্পনায় সহযোগিতা করেন বিমানবন্দর কর্মকর্তারা। আগে থেকেই নিজের মনের কথা রেকর্ড করে রাখেন যশরাজ। এরপর যেদিন মেলবোর্ন থেকে অকল্যান্ডে রিয়া আসেন সেদিন পরিবার নিয়ে বিমানবন্দরে পৌঁছে যান যশরাজ।
যথাসময়ে বিমানবন্দরে নেমে বোনের সঙ্গে বাড়ির পথে এগোচ্ছিলেন রিয়া। সেই সময়েই বিমানবন্দরের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বেজে ওঠে যশরাজের গলা। কর্মব্যস্ত বিমানবন্দরের মধ্যেই হাঁটু গেড়ে বসে বিয়ের কথা বলেন যশরাজ। সঙ্গে ছিলেন তার পরিবারও।
এমন অভিনব উপায়ে বিয়ের প্রস্তাব পেয়ে রিয়া বলেন, আমি একেবারে হতবাক। যশরাজের চোখের দিকে একেবারে হারিয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল, আমরা দু’জন ছাড়া আর কেউ নেই এখানে। পরে আমাদের পরিবারের সকলে এসে জড়িয়ে ধরতে ঘোর কাটল।
এবার ভারতে এসে ধুমধাম করে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। 
সূত্র: সিএনএন ।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।