ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুরে রাস্তার অভাবে অবরুদ্ধ থাকা অসহায় পরিবারটি অবশেষে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যান এর সহায়তায় পেয়েছে চলাচলের রাস্তা। এর আগে ভোক্তাভোগী মো. মহিউদ্দিন একটি চলাচলের রাস্তার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন ।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রাজঘাট বাজার এলাকার মো. মহিউদ্দিন এর বাড়ীর চতুর্দিকে জনৈক মাওলানা হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। স্থানীয়ভাবে এ ঘটনার কোন সুরাহা না পেয়ে দু সপ্তাহের অধিক সময় ধরে অবরুদ্ধ থাকেন মহিউদ্দিন ও তাঁর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি চেয়ারম্যান কে বিধিমত ব্যবস্থাগ্রহনের নির্দেশ দিলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখভাল করেন ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইউপি চেয়ারম্যান মো. বুলবুল হোসেন সরেজমিন উপস্থিত হয়ে স্থানীয় মেম্বার আবু তাহেরসহ অন্যান্য গন্যমান্যদেরকে নিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে চলাচলের রাস্তার ব্যবস্থা করেন। আর এ রাস্তার ব্যবস্থা হওয়াতে খুশি স্থানীয়রাও। সেই সাথে উৎফুল্ল ভোক্তাভোগী পরিবার।
এদিকে নতুন রাস্তা পেয়ে অভিযোগ কারী মহিউদ্দিন বলেন, আমি ও আমার পরিবার ১৬ দিন পর্যন্ত অবরুদ্ধ ছিলাম। পরে আমি ইউএনও স্যারের নিকট রাস্তার জন্য অভিযোগ করি, এনায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রাস্তা পেয়ে আমি অনেক অনেক খুশি।
এনায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেন বলেন, এ বিষয়ে ইউএনও স্যার আমাকে জানায় এনায়েতপুর ইউনিয়নের (বাজারপাড়) এলাকায় রাস্তা না থাকায় একটি পরিবার ১৬ দিন যাবৎ অবরুদ্ধ রয়েছে । এ প্রেক্ষিতে আমি সেখানে গিয়ে দেখি পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিনের পুরনো চলাচলের রাস্তাটি বন্ধ । পরে স্থানীয়দের নিয়ে উভয়ই পক্ষের সাথে আলোচনা করে বন্ধ রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি ।
বাঁধন/সিইচা/সাএ