ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রবিশপুরা এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী ও ভাঙ্গা থানা পুলিশের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা এলাকায় খালের ভিতর পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ ভাবে ঘর নির্মাণ করছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে এই খবর জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায়।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামের কুমারনদের হীরালদি -রশিদপুর অংশে নদের উপর অবৈধভাবে ঘর উত্তোলনের কাজ শুরু করলে সংবাদ পেয়ে সেখানে গিয়ে সকল অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধস্থাপনাকারীদেররা দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ