Bangal Press
ঢাকাTuesday , 5 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান,আটক ২

ডেস্ক রিপোর্ট
September 5, 2023 5:11 pm
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট রউফনগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ। 
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে  একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরীর সময় হাতেনাতে রিপন(৩৫) ও শাহিন (২৭) নামের দুই অস্ত্র তৈরীর কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তাদের তৈরিকৃত দুটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
রউফ নগর আবাসিক এলাকার দোহার মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিন), কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশের সমন্বয়ে দুই ঘন্টা অভিযান চালিয়ে রাত সাড়ে আটটায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিযানের শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র কারখানাটির সন্ধান পেয়েছি। আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং ইতিপূর্বে এই অস্ত্র আরো কোথাও বানিয়ে বিক্রি করেছে কিনা বিস্তারিত তথ্য জানা যাবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্মকর্তা শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।