মো. আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) থেকেঃ দীর্ঘ কর্মময় জীবন শেষে অবসরে গেলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী । উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে তার অবসর উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী কর্মকর্তা তার কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব প্রমুখ।
উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী ১৯৯৪ সালের ২৪ অক্টোবর কর্মময় জীবনে প্রবেশ করেন এবং ২০১২ সালের ৫ নভেম্বর এই উপজেলায় যোগদান করে টানা ১১ বছর একই পদে নিযুক্ত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ