নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপন করা হলো ভগবান
শ্রীকৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী।
কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের পূর্বে শঙ্খ ধ্বনির মাধ্যমে পরমেশ্বরের জাগরণ, সকাল ৮ টায় গীতা পাঠ, সাড়ে ৮ টায় প্রাত সংকীর্তন, সাড়ে ৯ টায় জন্মাষ্টমীর তাৎপর্য আলোচনা, সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয় হাতি, ঘোড়া, পালকি ও দোলনা সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।
এ ছাড়াও শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, পদাবলী কীর্তন, কৃষ্ণপুজা এবং প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার পারভেজ, অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম মামুন খান চিশতী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক এ্যাড: স্বপন কুমার তালুকদার ও সদর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি কালীচরণ আগরওয়ালা প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার।
এমআর/বা.স.