Bangal Press
ঢাকাWednesday , 6 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ইবি প্রতিনিধি
September 6, 2023 8:59 am
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এসে সমবেত হয়।

ইবিতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না রাণী বিশ্বাস। সভায় ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিলন বসু।

বিশেষ অতিথির বক্তব্যে রথীন্দ্রনাথ রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সবাই যেনো শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণ করে চলেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য।

আলোচনায় বিশেষ বক্তা স্বপ্না রাণী বিশ্বাস এর বক্তব্যে তিনি সনাতন ধর্মের বর্তমান অবস্থান তুলে ধরেন। তিনি বাংলাদেশের সংবিধানের সমঅধিকারের কথা স্মরণ করেন এবং সংখ্যালঘু আইনের দাবী করেন। ৭৫ পরবর্তী যে ধর্মীয় সংশয়ে ভুগছে সনাতন ধর্মীয়রা তিনি সংখ্যালঘু হিসেবে এই সংশয় এবং সংকট থেকে মুক্তি চান। তিনি বলেন সংখ্যালঘুদের ভোটাধিকার থাকলেও নেই নাগরিক অধিকার। সরকারের অবকাঠামোগত সফলতার পাশাপাশি সম্প্রাদায়িক সন্ত্রাস নির্মুলে ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। সকল ধর্মের প্রতি সম্মান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন। প্রধান ধর্মালোচক ডা. মিলন বসু উপস্থিত সকলের উদ্দেশ্যে ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।