Bangal Press
ঢাকাWednesday , 6 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সকল সম্প্রদায় ও সকল ধর্মের মানুষদের একসূত্রে গেঁথেছিলেন: খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
September 6, 2023 9:04 am
Link Copied!

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষদের এক সূত্রে গেঁথেছিলেন। তারই ধারাবাহিকতা তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আজ অসাম্প্রদায়িকতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
জেলা পূজা উদযাপন কমিটি কালিতলা শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নির্মল কৃষ্ণ সাহা। এ সময় নওগাঁ-৫ (সদর)  আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের দৃষ্টান্ত বিরল। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে যেমন সকল ধর্মের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন, ঠিক তেমনই অন্য ধর্ম্বাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতে মুসলমান সম্প্রদায়ের সকল মানুষ একইভাবে অংশগ্রহণ করেন।
সব ধর্মের মুল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সাধারণ মানষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান ছিল বঙ্গবন্ধুর উদ্দেশ্য। দিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি কালিতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় কালিতলা শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির চত্বরে এসে শেষ হয়।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।